মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়ায় অবৈধ স’মিল উচ্ছেদ ও বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ

প্রকাশিত হয়েছে-

মোঃ শহিদ উখিয়া।

 

উখিয়া উপজেলার রুমখাঁ বাজারে স’মিল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

৩০শে নভেম্বর সোমবার বিকাল ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিমুল এহসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২টি অবৈধ করাত কলের চোরাই কাঠ চিরাই মেশিন, বিভিন্ন জাতের ৩৬০ঘনফুট অবৈধ কাঠ ও করাতকলে ব্যবহৃত অবৈধ যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।অভিযান পরিচালনার সময় উখিয়া রেঞ্জ অফিসার শরীফুল ইসলাম, ইনানী রেঞ্জ অফিসার মোঃইব্রাহিম, উখিয়া বিট অফিসার বজলুর রশিদ,হলদিয়া পালং বিট অফিসার ছৈয়দ আলম,জালিয়াপালং বিট অফিসার ও উখিয়া থানা পুলিশের এএসআই শাহজালাল সহ একদল পুলিশ ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান জানান,সোমবার বিকাল ৫টা থেকে দীর্ঘ ২ ঘন্টা অভিযান পরিচালনা করে দুটি চোরাই কাঠ চিরাই মেশিন ও ৩৬০ঘনফুট বিভিন্ন জাতের কাঠ জব্দ করা হয়েছে বলে জানান তিনি। অবৈধ স’মিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তবে বিভিন্ন সময় অবৈধ স’মিল উচ্ছেদে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় সোমবারের অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিমুল এহসান খান। পর্যায়ক্রমে সকল অবৈধ স’মিল উচ্ছেদ করা হবে বলে জানা যায়।