কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঘুর্ণিঝড় মোখার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজীব মহোদয়ের মাধ্যমে রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এতিম খানা ও হেফজ খানার ছেলেদের জন্য শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য ইউপি সদস্য ও এতিম খানা ও হেফজ খানার শিক্ষক প্রতিনিধিদের কাছে এই শুকনো খাবার গুলো হস্তান্তর করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি আরও বলেন ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসার খবরের পর পরেই আমরা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে।
১৫ মে ২০২৩ খ্রিঃ সোমবার রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এতিম খানার ও হেফজ খানার মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন, ইউপি সদস্য ইকবাল বাহার মেম্বার, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষযক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিমসহ রাজাপালং ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসব ত্রাণের মধ্যে চিড়া, চিনি, বিস্কিট, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি রয়েছে।
Leave a Reply