কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা র্যাব- ১৫ এর সদস্য লেন্সনায়ক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও র্যাবের আরেক সদস্য।
সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখি ট্রাকের সঙ্গে হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামি এক মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে র্যাবের ২ সদস্য আহত হন। তার মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, হোয়াইক্যংয়ের র্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র্যাবের একটি দল। তাদের মধ্যে মোটরসাইকেলে যাওয়া র্যাব সদস্য লেন্সনায়ক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে লেন্স নায়ক তরিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপর আহত সদস্য কাউসারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply