শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

কক্সবাজারের উখিয়ায় প্রতি বছরের ন্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২২ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাটে।

১৪ জুন ২০২২ ইং, মঙ্গলবার বিকেল ৩টা হতে অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচের ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

উখিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহাদত হোসাইন আখন্দে সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোকতার আহমদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্য ইকবাল বাহার, ইউপি সদস্য আব্দুর রহিম, ইউপি সদস্যা খুরশিদা বেগম ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কামাল উদ্দিন, অরিবিন্দ বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, হাতিমোরা সরকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার ইসলাম প্রমুখ।

প্রতি বছরের ন্যায় এবারও রাজাপালং ইউনিয়নের ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক এবং বালিকা দলের মধ্যে ৫০টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁরমধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২২ইং ফাইনাল খেলায় অরবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ (বালিকা) বনাম নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ খেলায় কোন গোল না-হওয়ায় ট্রাইব্রেকারে ০২- ০৩ গোলে অরিবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় হয়েছে। পরপর ম্যাচে নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ (বালক) বনাম হাতিমোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ খেলায় ০-০১গোলে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলার দল।