শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

উখিয়া আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ উখিয়া কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় অধিবেশনে উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত সভাপতি রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব জাহাঙ্গীর কবির চৌধুরী ও প্রত্যক্ষ কাউন্সিল বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হুদা।

২৮ জুলাই ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার দিকে শুরু হয়ে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠিত হয়েছে উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের কার্যক্রম বিকালের দিকে সুসম্পন্ন হয়।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন করে পায়রা উড়িয়ে ১ম অধিবেশন শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম প্রধান শাহ আলম রাজা চৌধুরী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক উপ টিম প্রধান এডভোকেট রনজিত দাশ।

কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের জাতীয় সংসদ সদস্য শাহীনা আক্তার এমপি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী। সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এবং উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
কক্সবাজার রামু আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাঈমুন সরওয়ার কমল এমপি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক টিম সদস্য সচিব এইচ এম ইউনুস বাঙ্গালী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক টিম সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরীসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও ৫ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ও ডেলিকেট বৃন্দ।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন নেতৃবৃন্দ। এতে সভাপতি প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হন, পরে ৩ জন সাধারণ সম্পাদক প্রার্থীর
লড়াই শেষে প্রাপ্ত ভোট পেয়েছেন কামাল উদ্দিন মিন্টু তালা মার্কা ৭৬, নুরুল হুদা আপেল মার্কা ১৩৯, ফরিদুর আলম কন্ট্রক্টর ফুটবল মার্কা নিয়ে ১০ ভোট।

সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই উখিয়া উপজেলা আওয়ামী লীগ এবং দলকে শক্তিশালী করে এগিয়ে নিবে এই প্রত্যাশা করেন।