শনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উখিয়া উপজেলা কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠের মিনি স্টেডিয়াম রূপান্তরের কাজ তদারকি করেন চেয়ারম্যান জাহাঙ্গীর

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া।

 

আজ দুপুর ১.২৫ সময় নিজ কার্যালয় উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদ যাওয়ার পথে হঠাৎ আইওএম এর অর্থায়ানে মেগা প্রকল্পের আওতায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মিনি স্টেডিয়াম রূপান্তরের কাজ তদারকি করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি
জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

পরিদর্শন কালিন সময় তিনি কাজের গুণগত মান প্রতিবন্ধকতা নিরসন ও সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেন। পরিদর্শন কালিন সময় সাথে ছিলেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ আল মামুন শাহীন সহ প্রমুখ।

মঙ্গলবার দুপুরে উখিয়া কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠের মিনি স্টেডিয়াম রূপান্তরের কাজের প্রথমধাপে খেলার মাঠের চতুর পাশে ড্রেইনের কাজ চলমান রয়েছে, এ কাজের মধ্যে কোন ত্রুটি হচ্ছে কিনা তাও দিকভাল দেখেন এছাড়া উক্ত কাজের ইঞ্জিনিয়ার ও কন্ট্রাকটরের সাথে কথাও বলেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
এসময় প্রত্ত্বান্ত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।