শনিবার , ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠিত হয় ৩ নভেম্বর ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার উখিয়া উপজেলা চত্বরে দিনব্যাপী জমজমাট মেলা অনুষ্ঠান পরিদর্শন করে ফিতা কেটে শুভ উদ্বোধনী সুচনা করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

উক্ত আয়োজিত ডিজিটাল উদ্বোধনী মেলায় বিভিন্ন স্থরের স্টল প্রদর্শনী করেন অতিথিবৃন্দ।

উপজেলা প্রশাসন ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি সালেহ আহমদ, উপজেলা শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, কৃষি কর্মকর্তা প্রসেঞ্জিত তালুকদার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক রতন দে, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার।

এছাড়া এতে জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র‌্যালি ও আলোচনা সভায় পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মালা রয়েছে।