শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

উখিয়া জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

মুহাম্মদ আব্দুল হক

 

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া রিসোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু তাহের মেম্বার।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দীন চৌধুরী ।

বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু।

প্রধান বক্তা ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান

জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী মহোদয়

এসময় জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন সদ্যবিদায়ী সভাপতি দলের পদ ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। আওয়ামী লীগে কোন গ্রুপিং নেই। বিএনপি – জামাতের সাথে আঁতাত করে আওয়ামী লীগকে ভাঙ্গার চেষ্টা করছে। এদের পরিহার করতে দলের নেতাকর্মীদের আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, এড: জমির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক, বাহাদুর আলম চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এড: রুহুল আমিন রাসেল চৌধুরী, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগেরর সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক ফজল কাদের ভূট্রো, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, রশিদ আহমদ, সৈয়দ মোহাম্মদ নোমান,আদনান চৌধুরী, ফজল করিম, ছালামত উল্লাহ, মিজানুর রহমান, মোকতার আহমদ, জুহুর আলম, আবু তাহের, জিয়াউল হক জিয়া, এড:রিদোয়ান হাসান, কৃষকলীগের নেতা জানে আলম ও ওয়াহিদুর রহমান সোহাগ প্রমুখ ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাজী গুরা মিয়া। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক আবুল কাশেম বাবুল।