রবিবার , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, মাদকসহ ২ পাচারকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, প্রকাশক

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজী বন্দুক, ১ টি রাম’দা, ১ টি চাকু, ২৮ বোতল বিদেশি মদ, ৮০ টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও মোট ৪,৪০০ (চার হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধার, দুজন গ্রেফতার।

৩ জানুয়ারি ২০২২ খ্রিঃ উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন হলদিয়া পালং ইউপিস্থ পশ্চিশ পাগলির বিল এলাকা হইতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১, আলাউদ্দিন (৩৩), পিতা-আব্দুল মান্নান, সাং-পশ্চিম পাগলির বিল, (২ নং ওয়ার্ড), এর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ০১ টি রাম‘দা, ০১ টি চাকু ও ২, ২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা এবং রাজাপালং ইউপিস্থ হাজামপাড়া এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ০২। মোহাম্মদ আলী (৪৫), পিতা-আলী আহাম্মদ, সাং-হাজামপাড়া, (৮ নং ওয়ার্ড), উভয় থানা-উখিয়া জেলা-কক্সবাজার এর হেফাজত হতে ২৮ বোতল বিদেশি মদ, ৮০ টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও ২,২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।