ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।
অদ্য সন্ধা ২০ নভেম্বর রবিবার ২২ ইং কক্সবাজার জেলা উখিয়া উপজেলায় রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা কবরস্থান মাঠ সংলগ্ন দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় দুই দিন ব্যাপি বার্ষিক সভা ও তাফসির মাহাফিল আয়োজন করা হয়।
এতে সভাপতি করেন,মাওলানা সিরাজুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি ও রাজাপালং ইউনিয়ন’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রত্নাপালং ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান ও চাকবৈঠা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি জনাব নুরুল কবির চৌধুরী।
সভায়,প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন,বরিশাল থেকে আগত খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বরিশাল। বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন, চট্রগ্রাম জিরি মাদ্রাসার মহতামিম মাওলানা হুভাইব। দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক ও উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রিদুয়ানুল কাদীর সহ ২০ হাজার শ্রুতা বৃন্দু।
এতে পরিচালক মুফ্তি রিদুয়ান কাদির বলেন,এই বছরের দারুল হেদায়া মাদ্রাসা থেকে ৩ জন ছাত্র হিফ্জ সমাপ্ত করেছেন
তারা হলো মোহাম্মদ উসমান পিতা হাফেজ হারুন অর রশিদ, মোঃমিজান পিতা আবুল হোসেন,মোঃ সোহেল পিতা আব্দুল হালেখ
এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী ১০ জনকে মাহাফিল শুরুতে পুরুষ্কার প্রধান করবে বলে জানান।
সভায় হিফ্জ সমাপ্তিকারীকে দস্তর(পাগড়ি) প্রধান করেন,মাওলানা হুভাইব মুহতামিম চট্টগ্রাম জিরি কাওমী মাদ্রাসা।
এতে প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply