মঙ্গলবার , ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

অদ্য ২৫ মে ২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া প্রেসক্লাবের আকস্মিক পরিদর্শনে আসলে প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে রতন কান্তি দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি।

এসময় তিনি বলেন, “উখিয়া-টেকনাফের যে উন্নয়নের পরিবর্তনের ছোঁয়া লেগেছে তা কক্সবাজার জেলায় অনন্য। তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।