উখিয়া মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের মতবিনিময় সভা

কাজল আইচ, উখিয়া কক্সবাজার

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উখিয়া মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর কবির চৌধুরীকে সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান ও অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রোকে মহাসচিব করে শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদ গঠন করা হয়।

এ সময় প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। প্রাত্তন প্রধান শিক্ষক গুরামিয়া,
উখিয়ার বিশিষ্ট ব্যবসায়িদের মধ্যে উপস্থিত ছিলেন কবির আহম্মদ সওদাগর, মাষ্টার সুবর্ণ বড়ুয়া, একরামুল হক, প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী,প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মাষ্টার হাবিবুর রহমান,অধ্যাপক তহিদুল আলম তহিদ, অধ্যক্ষ মিলন বড়ুয়া, মাস্টার শাহ আলম। শিক্ষক রফিক উদ্দিন,শিক্ষক দিদারুল আলম খোকন,শিক্ষক রুপন দেওয়ানজি, শিক্ষিকা রিতা দে, শিক্ষক মেধু কুমার বড়ুয়া, রুপন বড়ুয়া, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, সাংবাদিক রতন দে, সাংবাদিক সরওওয়ার আলম শাহীন, ঝুলন দে,অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, কন্ট্রাক্টর ফরিদুল আলম, ক্রীড়াবিদ আব্দুল্লাহ আল মামুন শাহীন, ব্যবসায়ি ওমর ফারুক, ব্যবসায়ি এমদাদুল হক ভুট্রো,পোষ্ট মাস্টার জসিম উদ্দিন, ছাত্রনেতা মকবুল হোছাইন মিথুন, ছাত্রনেতা মোঃ ইব্রাহিম, ছাত্রনেতা জুলহাস উদ্দিন টিপু, কাজি জাহাঙ্গীর সহ আরো অনেক প্রাক্তন ছাত্রবৃন্দ।

অনুষ্ঠিত সভার শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের অনুষ্ঠানের দিন নির্ধারণ, দায়িত্বধারিদের কি কি করণীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা, স্বতঃস্ফূর্তভাবে সকল ব্যাচের প্রতিনিধিদের অংশগ্রহণ করার জন্য স্ব স্ব ব্যাচের বন্ধুদের রেস্তরেশন সম্পন্ন করার জন্য সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *