উখিয়া রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া পালং নতুন জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশে আব্দুল করিমের পুত্র বিদেশ প্রবাসী মোস্তাক আহমদের স্ত্রীকে বিদ্যুৎ এর মেইন সুইজ বন্ধ করে দিয়ে সকাল ১০ টার দিকে খানা খাওয়ার সময়তে হাঠাৎ করে একজন ধর্ষক টেনে নিয়ে যায়। সেসময় মহিলা চিৎকার করতে চাইলে গলা টিপে ধরে গাল থেকে রক্তাক্ত করেন ধর্ষক মামুন। তখন মহিলা ও তার ২ ছোট কন্যা চিৎকার করলে আশে পাশের মানুষ জমায়ত হতে না হতে ধর্ষক মামুন পালিয়ে যায়।
ধর্ষক হচ্ছে, একয় গ্রামের সুলতান আহমদ হেড কেরানী (প্রকাশ সুলতান মুন্সির ২য় পুত্র মামুন, সেই ধর্ষক মামুনের আরো অনেক অনেক ধর্ষণের ঘটনা রয়েছে।
গত ছয় সাঁত বছর পূর্বেও ৯ বছরের এক মেয়ে খামড় থেকে আসার সময় আমতলী ঘাটে ধর্ষণ করে রক্তাক্ত করেছিলেন। মহিলার বাবাকে বড় অঙ্কের টাকা দিয়ে সেই ঘটনা চুপি ফেলেছেন।
বাংলাদেশে ধর্ষণকারীর কোন স্হান নেই।
ধর্ষণকারী মামুনের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিতে হবে।
Leave a Reply