মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়া রাজাপালং ইউনিয়নের ৭ওয়ার্ডের বাপ-পুত ইয়াবা সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হলেন এনজিও কর্মকর্তারা

প্রকাশিত হয়েছে-

সন্ত্রাসী হামলার শিকার NGO কর্মকর্তা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাপ-পুত ইয়াবা সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হলেন এনজিও কর্মকর্তারা। অভিযোগ পাওয়া গেছে, স্হানীয় সাবেক ইউপি সদস্য পুর্বাঞ্চলীয় জনপদের ইয়াবার সিন্ডিকেট হিসেবেখ্যাত মোরশেদ আলমের নেতৃত্বে তার গুনধর ইয়াকারবারী পুত্রদ্বয় ইকবাল ও হারুন রাস্তার কাজে বাঁধা প্রদান করে নিমার্ণ শ্রমিকদের তাড়িয়ে দেয়। এক পর্যায় ইয়াবাকারবারী বাপপুতরা তাঁদের লোকজন নিয়ে রাস্তার কাজে তদারকিত থাকা  ESDO এনজিওর দুই তিন কর্মকর্তার উপর হামলা চালিয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতদেরকে স্হানীয় লোকজন রক্তাত্ত অবস্হায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।এমন ঘটনাটি ঘটেছে,আজ ২৮ নভেম্বর বেলা ১২ টায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া- করইবনিয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন স্হানীয় গ্রামবাসী ও রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকেরা। ঘটনার বিররণে জানা যায়,উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া সেকান্দরের পুত্র হারুনের বাড়ি হতে করইবনিয়া কবর স্হান সংলগ্ন মসজিদ পর্যন্ত মাটি দিয়ে রাস্তাটির সংস্কার কাজ চলছে। গত ১৮ নভেম্বর থেকে অবহেলিত রাস্তাটির কাজ পুরোদমে শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হবে চলতি মাসের ৩০ নভেম্বর। এ রাস্তার উন্নয়নে কাজে অর্থ ব্যয় করেছেন এনজিও সংস্হা কানাডা ESDO

 

সূত্র,,,, সাংবাদিক গফুর মিয়া চৌধুরীর আইডি থেকে