বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়া রাজাপালং ইউনিয়নের ১,২,ও ৩ ওয়ার্ডে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে জাহাঙ্গীর কবির চৌধুরী

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলার উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড প্রর্যায়ে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রথম ধাপে  অধ্য ৭ আগস্ট ২০২১ খ্রিঃ শনিবার সকাল ৯ ঘটিকা হইতে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে টিকাদান কেন্দ্রে কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়া শুরু হয়।

কোভিড ১৯ টিকাদান কেন্দ্রে রাজাপালং ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ডের মধ্যে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

সাথে ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, এ সময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব নুরুল কবির মেম্বার, মোঃ সালাহ উদ্দিন মেম্বার, মহিলা মেম্বার কামরুন্নেছা, মোঃ শাহজান, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সোহেল বিএ সহ প্রমুখ।