সোমবার , ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

উখিয়া রাজাপালং ওলামা ঐক্য পরিষদের নির্বাহী কমিটির আলোচনা সভা সম্পন্ন।

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ এর রিপোর্ট

কক্সবাজার জেলার দক্ষিণ অঞ্চলের সুপরিচিত উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পালং জোড় পুকুর সংলগ্ন হিফজ খানা ও নুরানী মাদ্রাসায় রাজাপালং ওলামা ঐক্য পরিষদের নির্বাহী কমিটির উদ্যোগে গতকাল ৮ জুন ২০২৫ খ্রিঃ রবিবার রাত ৯ ঘটিকার দিকে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন ও ইসলামী রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ আলী নাজির সাহেব ( দা:বা:), এছাড়া আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও ইসলামী রাজনীতিবিদ ও অত্র সংগঠনের সহসভাপতি মাওলানা কবির আহমদ সাহেব, ডিগলিয়া পালং রহমানিয়া কাছেমুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ হামজা সাহেব। আরো উপস্থিত বিশিষ্ট ওয়ায়েজ, ইসলামী সাহিত্যিক, তরুণ মুফাচ্ছির ও তরুণদের আইডল মাওলানা হাফেজ মুফতি রিদওয়ানুল কাদির সাহেব হাফিজাহুল্লাহ, তরুণ বক্তা ও জামিয়া দারুল উলুম রামু চাকমারকুল বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুফতি এমদাদুল্লাহ শামসী সাহেব হাফিজাহুল্লাহসহ রাজাপালং ওলামা ঐক্য পরিষদের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

এবং সকল দায়িত্বশীলদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ১২ জুন ২০২৫ খ্রি: বৃহস্পতিবার ডিগলিয়া পালং রহমানিয়া কাছেমুল উলুম মাদ্রাসায় অত্র সংগঠনের আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ও মরহুম মাওলানা আব্দুল খালেক (রহ:) এর শরণ সভা অনুষ্ঠিত হবে।।

বার্তা প্রেরণ: এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, প্রচার সম্পাদক: রাজাপালং ওলামা ঐক্য পরিষদ, উখিয়া কক্সবাজার।