রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উখিয়া হাজীর পাড়া সমাপনী সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান বক্তা আল্লামা ড. লুৎফুর রহমান, ঢাকা

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজীর পাড়া সীরত কমিটির উদ্যোগে মরহুম হযরত মাওলানা জোবাইর আহমদ (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ঐতিহাসিক (৩৩ তম) সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের সমাপনী (৩য়) দিনে প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রখ্যাত গবেষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা ড. লুৎফুর রহমান সাহেব, ঢাকা।

উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

মরহুম হযরত মাওলানা জোবাইর আহমদ (রাহঃ) এর ইছালে ছাওয়াব ৪র্থ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ৩দিন ব্যাপী (৩৩তম) হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপ-অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব হযরত মাওলানা খায়রুল বশর সাহেব এর সভাপতিত্বে সমাপনী দিনের দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন হযরত আল্লামা সাদিকুর রহমান আল-আযহারী-ঢাকা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক মেম্বার, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সহ অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

৮ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হাজীরপাড়া সীরাত কমিটির সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত মাহফিল সঞ্চালনা করেন
হাজীরপাড়া সীরাত কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আহমদ উল্লাহ।