নিউজ ডেস্ক,
যদিও অবকাঠামো সে কথা বলে না, মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ওয়াসু রাবার বাগান এলাকায় “পাঠশালা বিন্দু থেকে” নামীয় বিদ্যালয়টি আজ সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক, খাগড়াছড়ি মহোদয়।
এসময় তিনি স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা সরকারি অনুদান প্রদানের ঘোষণা দেন।
তার সফর সঙ্গী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উপজেলার এডিপি ও টি,আর, প্রকল্পের আওতায় প্রয়োজনীয় আসবাব পত্র সরবরাহের ঘোষণা দেন।
খাগড়াছড়ি লেডিস ক্লাবের সভাপতি মিসেস দীপান্বিতা বিশ্বাস পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন।
সকলের প্রচেষ্টায় স্কুলের কোমলমতি শিশুদের জন্য পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এটায় আমাদের কাম্য বলে জানান।