বহদ্দার কাটা ইসলামিয়া আরবিযা মাদ্রাসার প্রবীণ উস্তাদ জনাব হযরত মাওলানা নুরুল কবির দাঃবাঃ( প্রকাশ গুরা হুজুর)’র
বড় ছেলে মোহাম্মদ ছাদেক খুবই অসুস্থ হয়ে
বর্তমান চট্টগ্রাম আই,সি,ও তে চিকিৎসা অবস্থায় আছে বলে জানান তার এক প্রিয় বন্ধু।
তার চিকিৎসা খরচ বহণ করা পারিবারিক ভাবে অসম্ভব হয়ে পড়েছে , বিধায় সে হাসপাতালে কাতরাচ্ছে,তাই তার পরিবার সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন,
তার পরিবার আরও জানায়,যদি মানুষ মানবতার কল্যাণে এগিয়ে আসে, তাহলে অবশ্যই তার ছেলেকে বাঁচানো সম্ভব হয়ে পড়বে,তা-ও যদি আল্লাহর রহমত থাকে আমার ছেলের উপর।
আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ নং
১. মোহাম্মদ আব্দু রহিম ছোটন
01814-521808 ( বিকাশ পার্সোনাল)
২. মোহাম্মদ উসমান গণী
01825-256972( নগদ পার্সোনাল )
Leave a Reply