শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

একু‌শের প্রথম প্রহ‌রে ঈদগাঁও উপ‌জেলা রি‌পোটার্স সোসাই‌টির পুষ্পমাল‌্য অর্পণ

প্রকাশিত হয়েছে-

প্রেস বিজ্ঞ‌প্তি,

কক্সবাজা‌রের ঈদগাঁও উপ‌জেলা রি‌পোটার্স সোসাই‌টির উ‌দ্যো‌গে একু‌শের প্রথম প্রহ‌রে উপ‌জেলার কেন্দ্রীয় শহীদ মিনা‌রে পুষ্পমাল‌্য অর্পণ ক‌রেন।

মহান একুশে ফেব্রুয়া‌রি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস উপল‌ক্ষে একঝাঁক তরুণ সংবাদকর্মী‌দের সংগঠন ঈদগাঁও উপ‌জেলা রিপোটার্স সোসাই‌টির সভাপ‌তি মফিজুল ইসলাম ম‌ফি ও সাধারন সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাত নেতৃ‌ত্বে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনা‌রে পুষ্পমাল‌্য অর্পণ করা হয়। এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন ঈদগাঁও`র সি‌নিয়র সাংবা‌দিক ও সংগঠ‌নের উপ‌দেষ্টা মাস্টার গিয়াস উদ্দীন, সংগঠ‌নের কার্যক‌রি সদস‌্য এম. বজলুর রহমান, ইমরান তৌ‌হিদ রানা, এড. মোবারক। অন‌্যান‌্যদের ম‌ধ্যে ঈদগাঁও বাজা‌রের ব‌্যবসায়ী সাহাব উদ্দীন ও ছাত্রনেতা জাওয়ান।