বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিরামপুর পৌরসভা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

বিরামপুর পৌরসভার উদ্যোগে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর পক্ষে প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল ও পৌর পরিষদ , পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।

১৯৭১ সালে পাকিস্তানি সামরিক জান্তার স্বৈরাচারী ও দমনমূলক শাসন থেকে মুক্তির সংগ্রামে পুরো বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে যাদুমন্ত্রের মতো কাজ করেছিল বঙ্গবন্ধুর ৭ ই মার্চ এর ভাষণ!
সোমবার (০৭ মার্চ ২২) ইং উপলক্ষে বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সারা দেশের মানুষ।
ঐতিহাসিক ৭ ই মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর পক্ষে প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল ও পৌর পরিষদ , পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।

এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান ,৩নং কাউন্সিলর মোজাম্মেল হোসেন, ৯ নম্বর কাউন্সিলর নুর আলম সংরক্ষিত মহিলা কাউন্সিলর বুলবুলি বেগম ,আঙ্গুরা বেগম ,নাজনীন আক্তার। বিরামপুর পৌরসভা হিসাব সহকারী রায়হান কবির চপল,সড়ক বাতি পরিদর্শক মাসুদরানা , কার্য সহকারী মোঃ মনিরুজ্জামান সহকারী লাইসেন্স পরিদর্শক গোলাম মোস্তফা মানিক ,সহকারী কর নির্ধারক আহসান হাবিব ,লাইনম্যান আব্দুল লতিফ , অফিস সহায়ক জয়নাল আবেদিন ফেলু ,আব্দুর রউফ সোহেল এছাড়াও সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন ৷