শনিবার , ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, জুয়া সহ গ্রেফতার ১৪

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

(১১ এপ্রিল) ভোররাত্রিতে বিরামপুর থানার বিভিন্ন এলাকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও অন্যান্য মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৯ জন ও ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক সেবনের দায়ে সাজা প্রাপ্ত ৫ জন সহ সর্বমোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো জিআর মামলা নং-৩৪৮/২০১৯ এর মোঃ সিরাজুল (৬৩), মোঃরেজাউল(৪৬),
উভয় পিতা-মৃত চান মিয়া, মোঃ মোকলেছুর রহমান(২২), পিতা-মোঃ রেজাউল, সর্ব সাং-কেশবপুর (মুকুন্দপুর ইউপি), এনজিআর মামলা নং-১০৪/২১ এর আসামী মোঃ আছির উদ্দিন(৫২), পিতা-মৃত তনছের আলী, মোছাঃ রেহেনা বেগম ওরফে সুন্দরী (৪৮), স্বামী-মোঃ আছির উদ্দিন, উভয় সাং-কসবা সাগরপুর, দায়রা ৭৩১/২০২১ মামলার মোঃ গোলাম রব্বানী ওরফে ধলু (৩২),
পিতা- মোঃ আখতারুজ্জামান ওরফে জমিদার, সাং-শিমুলতলী
এসটি ৫০/২০২১ মামলার মোঃ আখিরুজ্জামান ওরফে অনিক (২২), পিতা-মোঃ মনোয়ার হোসেন, সাং-চাঁদপুর মধ্যপাড়া, এসটি- ৪৯৬/২০১৭ মামলার শ্রী কৈল্লাশ (৩৬), পিতা-মৃত কৃষ্ণদাস, সাং-ইসলামপাড়া জিআর মামলা নং- ৩২৫/২০২১ এর মোঃ মোস্তফা ওরফে মোস্ত (৫৫),
পিতা-মৃত ইছাহাক আলী, সাং-কোচগ্রাম সর্ব থানা-বিরামপুর, জেলা- দিনাজপুর এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ মাস করে সাজাপ্রাপ্ত মোঃ রায়হান (২৩), পিতা- মৃত আজাদ,সাং-ইসলামপাড়া মোঃ মানিক রহমান মিঠু(২৭), পিতা-মোঃ কামরুজ্জামান, সাং-তৈয়বপুর বিরামপুর পৌরসভা, শ্রী অজিত রায়(২২), পিতা-শ্রী সুকুমার রায়, মোঃ শাকিল(২৩), পিতা-মোঃ তাজ উদ্দিন, সাং-পূর্বপাড়া ও মোঃ নূর আমিন (২৪), পিতা- মোঃ হোসেন আলী, সাং-ভগবতীপুর ০৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন) সর্ব থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর। গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালত ও দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযান চলমান আছে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।