বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

ওসি সুমন কুমার মোহন্তর বিশেষ অভিযানে এক দল জুয়ারু আটক

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

(৪ মার্চ) রাত্রি ১০.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর থানাধীন ০৬ নং জোতবানী ইউনিয়নের একইর বাজার হতে জুয়া খেলারত অবস্থায় জুয়ারু মোঃ আব্দুল আলীম (৩৮),মোঃ মোতালেব (৪৫), উভয় পিতা- মোঃ হিছাব উদ্দিন, মোঃ সোহেল রানা (৩৫), পিতাঃ মোঃ ইদ্রিস আলী,মোঃ সোহেল রানা (২৮), পিতাঃ মোঃ মনসুর আলী, সর্ব সাং-একইর, মোঃ রব্বানী (৪০), পিতাঃ মৃত আলতাফ উদ্দিন, মোঃ মাহমুদ হাসান (৩৫), পিতা মৃত আবু তাহের, উভয় সাং- একইর মঙ্গলপুর ও মোঃ আমজাদ হোসেন (৩৫), পিতাঃ মৃত কফিল উদ্দিন সাং- পলি রামকৃষ্ণপুর সর্ব থানা বিরামপুর, জেলা- দিনাজপুরদেরকে একইর বাজার ০১ নং আসামী মোঃ আব্দুল আলীমের মুদিখানা দোকানে স্টোর রুম হতে হাতেনাতে গ্রেপ্তার এবং জুয়ার বোর্ড হতে নগদ-৪৪,০১০/ টাকা ও ০২ বান্ডিল জুয়া খেলার তাস উদ্ধার করা হয়েছে ।

এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং- ০৫, ধারাঃ ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়েছে। অভিযান পরিচালনায় অফিসার ইনচার্জ, বিরামপুর থানার নির্দেশনায় এসআই/মোঃ এরশাদ মিয়া ও সঙ্গীয় অফিসার ফোর্স।
গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।