কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উপ নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন কাল (২০ অক্টোবর)। রোহিঙ্গা অধ্যূষিত বহুল আলোচিত বখতিয়ার মেম্বারের মৃত্যু পরবর্তী ৯নং ওয়ার্ডের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উখিয়া উপজেলা নির্বাচন।

নির্বাচনে ত্রিমূখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে৷ তৎমধ্যে মোরগ, আপেল,ফুটবল প্রতীকের নাম উঠে এসেছে ভোটারদের নিকট থেকে। তবে কে হচ্ছেন এই জনপদে ইউপি সদস্য মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ৪শ ৫০জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৩০৬ জন ও মহিলা ভোটার ২১৪৪।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *