কক্সবাজারের পেকুয়ায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই বখাটে যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রবিবার দুপুর ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের টুইল্যারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন, টইটং ইউনিয়নের বটতলী মাদ্রাসা পাড়ার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৮) ও জুমপাড়ার মো. পেঠানের ছেলে নুরুল আমিন (১৭)।
ভিকটিমের বাবা জানায়, আমার মেয়েসহ চার শিশু টুইল্যারঝিরি পাহাড়ি এলাকায় লাকড়ি কুড়াতে যায়। এ সময় তিন যুবক এসে তাদের ভয়ভীতি প্রদর্শন করে। জসিম উদ্দিন আমার মেয়ের মুখ চেপে ধরে। এ সময় চিৎকার দিলে স্থানীয় কয়েকজন নারী পুরুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়
Leave a Reply