বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কক্সবাজারে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। UkhiyaVoice24.Com

প্রকাশিত হয়েছে-

ইসলামি ডেস্ক:

তৃতীয় লিঙ্গ তথা হিজড়া সম্প্রদায় কে মানবসমাজের মূলস্রোতধারায় নিয়ে আসা এবং তাদের মাঝে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কক্সবাজারে উদ্বোধন করা হল দাওয়াতুল কোরআন মাদ্রাসা। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পাঠদান অনুষ্ঠান কক্সবাজার সদর উপজেলা মিলনায়তনে হিজড়া সংঘ কক্সবাজার জেলা সভাপতি মাহি হিজড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার জনাব মিলটন রায়.।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহসিন শরিফ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সহ সারা দেশে হিজড়াদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠার মূল উদ্যোগতা মুফতি আব্দুর রহমান আজাদ, কক্সবাজার লাইট হাউজ দারুলউলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আলী, কক্সবাজার দোকানমালিক ফেডারেশনের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক প্রমুখ।পরে হিজড়াদের কোরআনের শিক্ষা প্রদান উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে পাঠ দান করেন মাওলানা মুহাম্মদ আলী এবং মাওলানা মুহসিন শরিফ এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।