রবিবার , ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কক্সবাজার চন্দিমা মাঠ ঝিলংজা ১নংওয়ার্ড়ে ঈদের ফিতরে নামাজ মঙ্গলবার

প্রকাশিত হয়েছে-

কক্সবাজার উপজেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

কক্সবাজার চন্দিমা মাঠ ঝিলংজা ১নংওয়ার্ড়ে ঈদের ফিতরে নামাজ আদয় করবেন বায়তুল নুর ইসলামিয়া জামে মসজিদে এই মসজিদে আর নামাজ পড়বেন এলাকার সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আর এলাকার জন সাধারন মানুষের তাই এই মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবহার করা হয়েছে। একও সময়ে পাশে এলাকা দক্ষিণ আদর্শ গ্রাম মসজিদে ঈদের নামাজ পড়া হবে।এইখানে সকল মুসলিম নারী পুরুষ এবং জাতির উদ্দেশ্যে দোয়া মুনাজাত করা হবে।