শনিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৬ হিজরি

কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদন,

অদ্য ৫ ডিসেম্বর ২০২১ খ্রিঃ শনিবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে দুপুর ১২ ঘটিকার দিকে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),কক্সবাজার।

অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে নভেম্বর/২০২১ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করা হয়।

পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ ভূমিকা রাখায় সংশ্লিষ্ট অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।