টেকনাফে চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে- ওসি ফয়সাল।।। উখিয়া ভয়েস24ডটকম 
			
			    			
               
				প্রকাশিত হয়েছে-    
				
				
			  	
		  		  			
				
			
		
				
									
									
							
		
		
			
উখিয়া ভয়েস 24 ডটকম
 
 
 
টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজার জেলার টেকনাফে চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ,জানিয়েছেন নবাগত ওসি আবুল ফয়সাল।
তিনি আরো বলেন মাদক কারবারি ও অপারাধী ছাড়া সকল মানুষের জন্য টেকনাফ থানা উম্মুক্ত থাকবে।
সাংবাদিকদের জন্য নিউজের ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হবে বলে জানান, নতুন ওসি আবুল ফয়সাল।
				 Post Views: ৪৯৬