বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কক্সবাজার সদর কলাতলী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১৮৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ৪ বোতল মদসহ ৫ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ,

অদ্য ১৮ মার্চ ২০২২ খ্রিঃ শুক্রবার র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বীচ রোর্ডস্থ ৯৯ GUEST HOUSE এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী পর্যটকদের নিকট বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১১.০০ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১ বদিউল আলম (৩৮), পিতা- মৃত ইউসুফ আলী, মাতা- জান্নাতুল ফেরদৌস, সাং- উত্তর নাপিতখালী (কৈলাশঘোনা), ২নং ওয়ার্ড, ইউপি- ইসলামপুর, থানা-ঈদগাঁও। ২ দিদারুল আলম (৩৪), পিতা- মোঃ বেলাল, মাতা- আম্বিয়া খাতুন, সাং- পূর্ব কলাতলী, (চন্দ্রিমার মাঠ), ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর। ৩ আব্দুর শুক্কুর (২৭), পিতা- নুর মোহাম্মদ, মাতা- দুলু বিবি, সাং- কলাতলী উত্তর আদর্শ গ্রাম, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর। ৪ মনজুর আলম (৩৫), পিতা-মনতাজ মিয়া, মাতা- সেনোয়ারা বেগম, সাং- পরানিয়া পাড়া, পিএমখালী ইউপি, ৪নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর। ৫ জাকির হোসেন (২৭), পিতা- মৃত আব্দুল আজিজ, মাতা- ফাতেমা বেগম, সাং- কালু ফকিরপাড়া, চৌফলদন্ডী ইউপি, ৭নং ওয়ার্ড, সর্ব জেলা- কক্সবাজারদের ধৃত করে। ধৃত ব্যক্তিদেরকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের নিকট মাদক জাতীয় দ্রব্য মদ, ইয়াবা ও গাঁজা রয়েছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১৮৫ (একশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও ০৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।