জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধনী হলো ধর্মপ্রাণ মুসল্লীদের এবাদাত, ইসলামিক জ্ঞান চর্চা, গবেষনাসহ ইসলামিক সংস্কৃতির সম্প্রসারণের জন্য উন্মুক্ত হলো কক্সবাজার সদর উপজেলা সহ ৩৪ জেলায় নব নির্মিত ৫০টি মডেল মসজিদ।এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়,চতুর্সহ মোট ২৫০টি।
২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যায়ে কক্সবাজার সদর উপজেলাসহ সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় রবিবার (৩০ জুলাই) সকাল১০টা৩০ মিনিট এর দিকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ৫ম পর্যায়ে নির্মিত ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুমোদিত প্রকল্পের নকশা অনুযায়ী ৪০ শতাংশ জায়গার উপর সরকারের নিজস্ব অর্থায়নে জেলা পর্যায়ে চারতলা ও উপজেলার জন্য তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
প্রতিটি মডেল মসজিদ নির্মাণের জন্য জেলা শহর ও সিটি করপোরেশন এলাকায় ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা, উপজেলা পর্যায়ে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা এবং উপকূলীয় এলাকায় ১৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা ব্যয় নির্ধারণ করে প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
এসব মডেল মসজিদে নারী-পুরুষের পৃথক ওযু ও নামাজ আদায়ের সুবিধা আছ, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ্জ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের উদ্বাধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা ইউএনও মোহাম্মদ জাকারিয়া,আরও উপস্থিত ছিলেন,
অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার মাসুম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, সংসদ সদস্য জাফর আলম এমপি , মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতিমা,
উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা কেন্দ্রীয় কমিটি ঢাকা, আরও
উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, আওয়ামী লীগ বিভিন্ন নেতৃবৃন্দ,
স্থানীয় জনসাধারণ,ইমাম মোয়াজ্জেম, মহিলা আওয়ামী লীগ এর নেত্রী,এবং ইলেকট্রনিক মিডিয়া,প্রিন্ট মিড়িয়াসহ।
Leave a Reply