মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কচ্ছপিয়াতে ৬ রাউন্ড গুলি বর্ষণ করে গরু ছিনতাই,আশংকা জনক মাহাবুব

প্রকাশিত হয়েছে-

মোঃ ইফসান খান ইমন- নাইক্ষ‍্যংছড়ি,

দুষ্কৃতকারী কর্তৃক দেশীয় অস্ত্রের ফায়ার করে গরু ছিনতাই করছে
২৯ মার্চ বুধবার রাত ৯টার সময় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সংবদ্ধ প্রভাবশালীর কিছু দুষ্কৃতকারীরা বাকখালী ও দোছড়ি খালস্হ টেকপাড়া নামক স্থানে মোঃ মাহাবুবুর আলম (৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে আহত করে,৬ রাউন্ড দেশীয় অস্ত্রের ফায়ার করে ২৪ টি গরু ছিনিয়ে নিয়ে যায় বলে জানা যায়।
উক্ত ঘটনায় ১ জন আহত হয় ।আহত ব্যাক্তিকে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য রামু গর্জনিয়ার হাজী পাড়ার বহুল আলোচিত কয়েক ব‍্যাক্তি অবৈধ পন্হায় মিয়ানমার হতে ২৪ টি বার্মিজ গরু চোরাইপথে আনার সময় আকস্মিক দুষ্কৃতকারীর দল গুলি করে ২৪ টি গরু ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে এলাকার মসজিদ থেকে মাইকিং করলে মুসল্লিরা বাহির হয়ে ১৫ টি গরু উদ্ধার করে ফেরত দেয়। এবং এর কিছুক্ষন পরে ঘটনাস্হলে গর্জনিয়া পুলিশ ফাড়ি থেকে পুলিশ ঘটনা স্থলে যান বলে জানা যায়।
উক্ত ঘটনার পর থেকে ঐ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
আহত ব্যাক্তির নাম
মোঃ মাহাবুবুল আলম(৩৫)
পিতাঃ মৃতঃআঃ রশিদ
গ্ৰাম:-বালুবাসা
তৎক্ষনাৎ আহত ব্যক্তিকে নাইক্ষ্যছড়ি সদর হাসপাতালে প্রার্থমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বলে জানাগেছে।