অনলাইন ডেক্সঃকবি গোলাম মওলা জসিমের প্রকৃতি ও পরিবেশের উপর লিখা ‘বৃক্ষ সোনা’ বইয়ের মোড়ক উন্মোচন শুক্রবার (১ এপিল) বীজন নাট্যগোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উন্মোচন করেন অভিনেতা শেখ আনিস মন্জুর সেন্টু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চমুকুট নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আশরাফুল করিম সৌরভ, বীজন নাট্যগোষ্ঠীর সভাপতি মোশারফ ভুঁইয়া পলাশ, সাধারাণ সম্পাদক আহমেদ কামাল আফতাব, মঞ্চাভিনেতা মান্নান হিমেল ও মোঃশাহীন আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানুষের মেধা ও মনন বিকাশে বইয়ের কোন বিকল্প নেই। এ ভার্চুয়াল যুগে মানুষকে বইমুখী করতে গোলাম মাওলা জসিমের লিখা বইগুলো ভূমিকা রাখবে।’
Leave a Reply