বৃহস্পতিবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করিতাস বাংলাদেশ BMZ Project (DRR) এর উদ্যোগে করইবনিয়া রাস্তার কাজ শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক, 

অদ্য ২৩ নভেম্বর ২০২১ খ্রিঃ মঙ্গলবার সকাল ৮ ঘটিকা হইতে শুরু হয়
কারিতাস বাংলাদেশের BMZ Project (DRR) এর উদ্যোগে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের করইবনিয়া আলী আকবর এর বাড়ি হইতে শুরু করে করইবনিয়া পুরাতন জামে মসজিদ পর্যন্ত রাস্তার কাজ শুভ উদ্বোধন করা হয়।

উক্ত রাস্তার কাজ শুভ উদ্বোধনকালে
উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের দুই দুইবারের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক, নবনির্বাচিত জনাব আব্দুর রহিম মেম্বার, কারিতাস বাংলাদেশ ইন্জিনিয়ার সুমন আহমেদ, মনেটরিং অফিসার শেমল আশাম, ফিল্ড সুপারভাইজার নুরুল আমিন, এছাড়া কারিতাস বাংলাদেশ ফিন্ড ভলান্টিয়ার সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কাজের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এ রাস্তার চলমান কাজের প্রজেক্ট পেয়ে
মেম্বার মহোদয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে কারিতাস বাংলাদেশ এবং সকল দায়িত্বশীলদের কে আন্তরিক মোবারক জানান।