শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনার ২য় ঢেউ মোকাবেলায় সর্বত্র সতর্কাবস্থা গ্রহণে তৎপর মহিপুর থানা পুলিশ

প্রকাশিত হয়েছে-

এইচ এম সাইফুল নূর, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধিঃ

 

মহিপুরের আলিপুর বাজারে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরন ও সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে মহিপুর থানা পুলিশের সদস্যরা।

“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানে কোভিড-১৯ করোনা ভাইরাস ২য় ধাপ মোকাবেলায় মহিপুর থানা পুলিশ মাঠে নেমেছে। আজ (২২মার্চ) সোমবার সকাল ১১টায় মহিপুর থানা থেকে র‍্যেলী শুরু হয়ে স্বাস্থ্যবিধি মেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিপুর শেখ রাসেল সেতুর উপরে এসে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচারণা, লিফলেট ও শতাধিক জনগনের মাঝে মাস্ক বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারা দেশ ব্যাপি এক যোগে জেলা পুলিশ পটুয়াখালীর দিকনির্দেশনায় মহিপুর থানা পুলিশের পক্ষ থেকে কোভিড ১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা সমাবেশ ,র‍্যেলী ও মাস্ক বিতরন করা হয়েছে।

 

এছাড়া তিনি আরো বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবার আগে আমাদের সচেতন হতে হবে। বাহিরে নামলে মাস্ক পড়া নিশ্চিত করতে হবে এবং সাবান বা হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। স্বাস্থ্য বিধি মেনে সকলকে চলাচলের জন্য অনুরোধ জানান তিনি।