শনিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৬ হিজরি

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

 

চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শহিদ (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার ফকিরনীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী শাহমীরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাসির উদ্দিন।

তিনি জানান, সে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নপাড়া কালাগাজীর বাড়ি এলাকার ছিদ্দিক আহমদের পুত্র। তার বাবাকে নিয়ে নগরের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলো। তার বাবা একটি সিএনজিতে আর সে মোটরসাইকেল চালিয়ে। ফকিনীরহাট এলাকায় আসলে একটি কভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইমুন এন্টারপ্রাইজের (কুষ্টিয়া-ট ১১-০৫৬১) কাভার্ড ভ্যানটি জব্দ রয়েছে।