আজাদ ভাইয়ের মৃত্যুর পরে আলোচনার ময়দানে তার ভক্তদের মাঝে একটা শুন্যতা তৈরি হয়েছিল । ২০১৫ থেকে দোস্ত সাঈদ আলোচনার ময়দানে আসার মাধ্যমে সে শুন্যতা এখন অনেকটা লাঘব হয়েছে আলহামদুলিল্লাহ্ ।
গতবছর প্রিয় মাহফুজুর রহমান জাবেরের অনুপ্রেরণায় হঠাৎ করেই একটি মাহফিলে কিছু আলোচনা করি । সে থেকে আলোচনার ময়দানে অভিজ্ঞতা অর্জন করছি, প্রতিনিয়তই শিখে চলছি । বলা যায়, শিক্ষানবিশ হিসেবে সবার যে অনুপ্রেরণা আর ভালোবাসা এখন পাচ্ছি তা অকল্পনীয় ।
গতকাল আলোচনা ছিল কিশোরগঞ্জে । মুফতি সাঈদ আহমাদ এবং আমি, আমরা দুজনেই এ জেলার অন্তর্গত দুটো আয়োজনে অংশ নিয়েছি । এ আয়োজনগুলোতে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । কলরব ভক্তদের উচ্ছ্বাস ছিল আশাজাগানিয়া ।
মহান আল্লাহ্ আমাদেরকে কবুল করুন । আমিন
Leave a Reply