শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কারিতাস বাংলাদেশ CFW প্রজেক্টের উদ্যোগে করইবনিয়া পুরাতন জামে মসজিদের পুকুর সংস্কার সম্পন্নের দিকে

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, প্রকাশক।

কাজের বিনিময় অর্থ কর্মসুচি ও দূর্যোগ ঝুঁকি হ্রাস, এই স্লোগান বুকে ধারণ করে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়নের করইবনিয়া পুরাতন জামে মসজিদের যুগযুগ ধরে দীর্ঘদিনের ব্যবরিত, অবহেলিত পুকুর গত ২৪ মার্চ ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার দিকে সংস্কারের কাজ শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়।

উক্ত পুকুর সংস্কারের শুরুতে শুভ উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব আব্দুর রহিম মেম্বার, কারিতাস বাংলাদেশ উখিয়া উপজেলা প্রজেক্ট প্রোগ্রাম অফিসার জনাব মোজাম্মেল হক, প্রজেক্ট প্রোগ্রাম অফিসার ইন্জিনিয়ার জনাব সুমন আহমেদ, ফিল্ড সুপারভাইজার জনাব নুরুল আমি (ভুল্যাট) এছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাজের প্রকল্প নং ৭/০২।
কাজে অংশগ্রহণকারী নারী পুরুষ মিলে মোট= ৭৪ জন (পুরুষ ৬১ জন এবং নারী ১৩ জন)
প্রকল্পের মোট বরাদ্দ ৯,৩৫,২০০ টাকা। ১৫৫১ ঘনমিটার মাটিকাটা বাবদ দিন (শ্রমমজুরি ২৩৩৮ শ্রমদিবসে x ৪০০ টাকা), লেভেলিং ড্রেসিং ঢালুতে ঘাসের চাপড়া লাগানো- ১২৫৫ বর্গ মিটার। সময়কার ২৮ এপ্রিল ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার পর্যন্ত এই কাজ চলমান থাকবে।

সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে উপজেলা প্রশাসন উখিয়া ও রাজাপালং ইউনিয়ন দূর্যোগ ব্যবস্হাপনা কমিটি, উখিয়া কক্সবাজার।

নিউজ ডেস্কঃ
ইসলাম ও স্বাধীনতার কথা বলে-UkhiyaVoice24.Com