গ্রামীন জনপদে মাল্টা চাষাবাদেই স্বাবলম্বীর পথে ঈদগাঁওর এক যুবক।
জানা যায়,দীর্ঘ তিন বছর ধরে ঈদগাঁও ইউনিয়ন
কালির ছড়ার শাহ আলম শিয়াপাড়া নামক স্থানে
১৫ কানি জমিতে চাষাবাদ করে যাচ্ছে। সেখান তিনি মাল্টার পাশাপাশি লিচু,আম,পেয়ারা, লেবু চাষ করে যাচ্ছেন। উপ-সহকারী কৃষি কর্মকতার সহযোগিতায় তিনি মাল্টা চাষাবাদ শুরু করেন।
২৯ অক্টোবর শিয়া পাড়া নামক এলাকায় মাল্টা বাগান পরিদর্শন কালে এমনি দৃশ্য চোখে পড়ে কক্সবাজার প্রতিদিনের এ প্রতিবেদকের। বেশ চমৎকার বটেও। প্রতিটি গাছে গাছে মাল্টা ঝুলে আছে। বিশাল এ মাল্টা বাগানটি এলাকার কদর বাড়িয়ে দিয়েছেন সবখানে।
মাল্টা চাষী শাহ আলম হাস্যেজ্জল কন্ঠে জানান, কৃষি কর্মকতা শাখাওয়াতের সহযোগিতায় কয় বছর ধরে মাল্টা চাষাবাদে সফলতা লাভ করি। কেজি দুই শত টাকা হিসেবে এক মণ মাল্টাও বিক্রি করেছি।
উপ-সহকারী কৃষি কর্মকতা শাখাওয়াত হোসেন এর সাথে কথা হলে তিনি জানান,ঈদগাঁওর শিয়া পাড়ায় দুয়েকজন এ চাষাবাদে ঝুঁকে পড়েছেন। ফলনের গুনগত মান ভাল করার স্বার্থে তাদের কে যাবতীয় সহযোগিতা করে যাচ্ছি।
Leave a Reply