শনিবার , ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া ভেড়ামারায় ডিজে গান বাজাতে বাঁধা দিতে গিয়ে হামলার স্বীকার

প্রকাশিত হয়েছে-

 

প্রশাসনের নির্দেশনা অমান্য করে গতরাতে
ভেড়ামারার সাতবাড়ীয়া গেদা মন্ডলের খোলার ভিতরে পিকনিক ও ডিজে সাউন্ড সিস্টেমে গান বাজানোর আয়োজন করে টিন এজার কয়েকজন মিলে।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,
মায়ের হার্ডের সমস্যার কারনে উচ্চ আওয়াজে ডিজে বক্স না বাজাতে ফোন দিয়ে অনুরোধ করে ভেড়ামারার মধ্য সাতবাড়ীয়ার আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম হোসেন। নাঈমের নিষেধ না শুনলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করতে গেলে
ধাক্কা ধাক্কী শুরু হয় এসময় ১ নং বিবাদী আসাদুল হকের ছেলে জুয়েল হোসেন, নাঈমের বাম পাশের চোখের উপর ঘুষি মেরে জখম করে। মারে খেয়ে মাটিতে লুটিয়ে পড়লে অঙ্গাত আরো ১০ থেকে ১৫ জন মিলে বেধরক মারপিট করে বলে অভিযোগ করেন নাঈম হোসেন।

পরে নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতব্যরত চিকিৎসকরা
উন্নত চিকিৎসার জন্য অনত্র নেয়ার পরামর্শ দেন।

বর্তমানে নাঈম রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।
নাঈমের পিতা আব্দুর রাজ্জাক জানান,
ঘটনার পর থেকে জুয়েলের পিতা আসাদুল হক তার পরিবারের উপর নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে।

এব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন ভেড়ামারা থানার এস আই আবু সাঈদ।

ঘটনাস্থল গেদা মন্ডলের খোলা কতৃপক্ষের সাথে মুঠো ফোনে পিকনিক করার অনুমতি কে দিয়েছে এবং নাঈম হোসেনের উপর হামলার বিষয়টি জানতে চাইলে তিনি তার কোন সদুত্তর দিতে পারেনি।

এলাকাবাসীর সাথে কথা বললে তারা ক্ষিপ্ততার সাথে জানান ডিজে সাউন্ড সিস্টেমের কারনে
আমরা রীতিমত অত্যাচারীত।

ডিজে সাউন্ড সিস্টেমের অত্যাচার থেকে রেহায় পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন এখানকার সকল শ্রেনীর শান্তি প্রিয় মানুষ।