কুয়াকাটায় মরিচ ক্ষেত থেকে মিরাজ ভদ্র (২২) মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১টায় কুয়াকাটা পৌরসভার কচ্ছপখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মিরাজ কচ্ছপখালী এলাকার সিদ্দিক ভদ্র ছেলে।
মিরাজ সাত মাস পূর্বে বিবাহ করেছিল। ওই স্ত্রীর সাথে তার মামাতো ভাইয়ের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে বিবাহ বিচ্ছেদ হয় এরপর তিন মাস পূর্বে দ্বিতীয় বিবাহ করে। কিন্তু মিরাজ প্রথম স্ত্রীর সাথে এরপর যোগাযোগ করার চেষ্টা করে। এ নিয়ে গতকাল মিরাজের সাথে প্রথম স্ত্রী মামাতো ভাই রাকিবের সহযোগীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এ ঘটনার সাথে হত্যাকাণ্ডের যোগসুত্র থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা।
মিরাজের বাবা সিদ্দিক ভদ্র দাবি করেছেন প্রথম স্ত্রীর প্রেমিক রাকিবের সহযোগীরা তার ছেলেকে হত্যা করেছে। মিরাজ গতকাল রাত দশটার দিকে বাবার সাথে ভাত খেয়ে বাইরে নামেন এরপর আর বাসায় ফেরেন নি। দ্বিতীয় স্ত্রী স্বামী বাসায় না ফেরায় বারবার তার মোবাইলে কল করেছে কিন্তু মোবাইল বন্ধ ছিল। সকাল বেলা বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া শুরু করে। পরে ওই এলাকার তামিম নামের একটি শিশু মরিচ ক্ষেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা লাশ দেখে শনাক্ত করে পুলিশে খবর দেয়। মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে লাশের সাথে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনে মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করা যেতে পারে।
Leave a Reply