ঈদগাঁও প্রতিনিধি,
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কৃষক আব্দু শুক্কুরের বসত বাড়ীতে দিন দুপুরে সন্ত্রাসী বাহিনীর হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এঘটনায় ৩০শে মার্চ আব্দু শুক্কুর বাদী হয়ে ১২ জন কে অভিযুক্ত করে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন,বর্ণিত উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে মোঃ হোসেন,হামিদ,এরশাদ,মিশকাত,হাছিনা,মিনা,লেদু,আমিনা,সাবেকুল নাহার,মনজুর আলম,রুবেল,ভেদু।
গত ৩০শে মার্চ বিকাল ৩ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে আব্দু শুক্কুরের বসত বাড়ীতে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দু শুক্কুরের ভোগদখলীয় জমি বিরোধ নিয়ে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা বর্ণিত সময়ে বসতঘরের ৩ টি রুম ভাঙ্গা শুরু করিলে আব্দু শুক্কুর বাধা দিলে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এলোপাথাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে থেতলানো ও ফোলা জখম করে। এসময় ৩টি রুমে থাকা আসাবাব পত্র সহ জিনিষপত্র ভাংচুর করে নগদ ৬০,০০০/-টাকা, স্বর্ন ৩ ভরি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।পুলিশ ও স্থানীয় এলাকার লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এলাকাবাসীরা জানান,এনিয়ে আবারও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ও এলাকার লোকজন।