পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে অদ্য ৮ মার্চ ২০২২ খ্রিঃ মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে কেয়ার বাংলাদেশ, GRAUS ও সেইভ দ্যা চিল্ড্রেন কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি, জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ ও স্কুল পরিদর্শন সম্পন্ন করা হয়।
উক্ত কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি, জেন্ডার বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিন ও স্কুল পরিদর্শনে উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার জনাব ত্রিরতন চাকমা, এনজিও সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা দুর্যোগ ও জরুরি শিক্ষা কার্যক্রম অফিসার জনাব মোঃ ফারুক হোসাইন, সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা- ইঞ্জিনিয়ার
জনাব রেদওয়ান আহমাদ, এনজিও GRAUS ফিল্ড সুপারভাইজার জনাবা জান্নাতুল ফেরদৌস, জনাবা, মেহেরুন্নেছা,
অত্র শিক্ষা প্রতিষ্ঠান রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও UkhiyaVoice24.Com এর সম্পাদক জনাব মোঃ ছৈয়দ হামজা, সিরাজুল হক, পারভীন আক্তার, উকচাইন চাকমা প্রমুখ সহ স্কুল সভাপতি ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply