এবার নোবেল করোনায় হানা দিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপর। ম্যাক্রর করোনায় আক্রান্তের কথা তার সরকারি অফিস থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ( বিবিসি )।
১৭ ডিসেম্বর ( বৃহস্পতিবার ) তার করোনা আক্রান্তের খবর জানানো হয়। ম্যাক্র এখন আইসোলেশনে আছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর কোভিড-১৯ পজিটিভ হওয়ার রাষ্ট্রীয় এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ম্যাক্রোঁর করোনায় পজিটিভের প্রমাণ পাওয়া গেছে। এখন তিনি সাতদিনের আইসোলেশনে থাকবেন। আপাতত আইসোলেশনে থেকেই তিনি তার জরুরি ও গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদনা করবেন।
সূত্র: বিবিসি।
Leave a Reply