শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টেকনাফে ক্যান্সারে আক্রান্ত শাহিনুর আলম বাঁচতে চাই

প্রকাশিত হয়েছে-

মোহাম্মদ কফিল উদ্দিন আরমান,
প্রতিনিধি,টেকনাফ উপজেলা

টেকনাফ উপজেলার অন্তর্গত সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়ার চতুর্থ শ্রেণীর ছোট্ট শিশু শিক্ষার্থী শাহিনুর আলম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে,
সে চান্দলীপাড়া নূরানী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শেষ করে প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়, কিন্তু তার ভাগ্যে জুটেনি চতুর্থ শ্রেণীর ক্লাস করার, কারণ সে ভর্তি হওয়া মাত্রই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে,পরে তার মা-বাবা মামা-খালাসহ সবাই তাকে চিকিৎসা করার জন্য টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত বেশ কয়েকটি হাসপাতালে বিগত ৪ মাস পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রাখে তার পরিবার ও নানা।
চিকিৎসার জন্য ৩/৪ লক্ষ টাকা খরচ করার পরও সে এখনো সুস্থ হয়ে উঠেনি, কিন্তু পরবর্তীতে টাকা শেষ হয়ে গেলে তার পরিবার আর ভালোভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছে না।তাই তার পরিবার আর্থিক সহযোগিতা কামনা করেন,সে একজন অত্যন্ত মেধাবী ছাত্র,তার স্বপ্ন ছিল সে মানব সেবা করে নিজের স্বপ্ন পূরণ করবে,
কিন্তু সে এখন আর পারছে না নিজের স্বপ্নকে পূর্ণ করতে।ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসার জন্য আরো কমপক্ষে ৪ লক্ষ টাকা প্রয়োজন।এই টাকাগুলো যদি মানুষেরা দান করে তাহলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসবে বলে জানান তার মামা এনায়েত উল্লাহ ও তার মা।
তার মা আরও বলেন,যে যতটুকু পারে তা দিয়ে যদি আমার ছেলের জন্য সাহায্য করে , তাহলে আমি চির কৃতজ্ঞ থেকে তাদের জন্য সবসময় নামাজ পড়ে পড়ে দোয়া করবো।

সাহায্য পাঠাতে
বিকাশ নং:01818835733
নগদ নং:01884272140