বুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

খতীবে আযম রহ. এর বড় ছেলে হাফেজ জুনাইদ নোমানীর ইন্তেকাল-নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শায়খুল হাদিস, দার্শনিক আলেমেদ্বীন ও প্রখ্যাত পার্লামেন্টারিয়ান খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর বড় ছেলে, চকরিয়া বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাফেজ মোহাম্মদ জুনাইদ নোমানী (৭৩) মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। একই দিন (মঙ্গলবার) বাদ মাগরিব বরইতলী মাদ্রাসা মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় ইমামতি করেন, মরহুমের বড় ছেলে মাওলানা শামীম হোছাইন ছিদ্দিকী।
নামাযে জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন,
খতীবে আযম রহ. এর জামাতা, জিরি মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ড. আ. ফ. ম খালিদ হোসেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, মরহুমের ছোট ভাই, চট্টগ্রাম ওমরগণি এম. ই. এস কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী।
নামাযে জানাযায় প্রতিনিধিত্বশীল আলেম-ওলামা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা শরীক হন।
বিশাল নামাযে জানাযা শেষে বরইতলী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে নিজ পিতা মরহুম খতীবে আযম রহ. এর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

“নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক,,
খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর সুযোগ্য বড় ছেলে, সাবেক ইউপি সদস্য হাফেজ মোহাম্মদ জুনাইদ নোমানী রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা হোছাইন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী,
অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দীন গাজী, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, চকরিয়া উপজেলা সমন্বয়ক রিয়াদ উদ্দিন, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু প্রমুখ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম হাফেজ মুহাম্মদ জুনাইদ নোমানী উপমহাদেশের খ্যাতনামা আলিমেদ্বীন, সাবেক আইন পরিষদ সদস্য (MLA), শাইখুল হাদিস, খতিবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর বড় ছেলে। তিনি চকরিয়া বরইতলী ইউনিয়ন পরিষদের দুইদুইবার নির্বাচিত সদস্য (মেম্বার) হিসেবে এলাকায় ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি অসুস্থতাজনিত কারণে এ পদ থেকে অবসর নেন।
আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।