বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে গণ অধিকার পরিষদ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলার রফিকুল ইসলামের সঞ্চালনা ও জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইঞ্জি. থোয়াই চিং মং চাক ও ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক বলেন, বর্তমান সরকারের নৈরাজ্য ও লাগামহীন দ্রব্যমুল্যের উর্ধ্বগতি দ্রুত কমিয়ে না আনলে গণঅধিকার পরিষদ দেশের আপামর জনসাধারণকে নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। প্রধান বক্তা লোকমান হোসেনের বক্তব্যে বলেন তেল, গ্যাস ও বিদ্যুৎ বিল বর্তমান সরকার যে হারর বৃদ্ধি করছে তা অনতিবিলম্বে কমাতে হবে। আরো বলেন তিন পার্বত্য জেলায় সংসদীয় আসন বৃদ্ধি করতে হবে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে ন্যায়বিচার ও বৈষম্য মূলক বাংলাদেশ গড়ার জন্যে গণ অধিকার পরিষদে যোগ দিন। আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব ইব্রাহিম খলিল, ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান ও ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার জাতি-গোষ্ঠী বিষয়ক সম্পাদক পাইশিখই মারমাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা বিভিন্ন উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply