শনিবার , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই রজব, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া জামাতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষ মেরেছে- আ জ ম নাছির উদ্দীন

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

চট্টগ্রাম মহানগর আাওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খালেদা জিয়া জামায়াতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছে। বাংলার মানুষের কাছে বাংলার মাটিতে তার জবাব দিতে হবে। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সব উন্নয়ন কর্মকাণ্ড ও গণতন্ত্রের ধারাবাহিকতাকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকতে হবে।

আজ(০২ জানুয়ারি২১) বিকালে কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।