শুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৬ হিজরি

গাবতলিতে মুক্তিপণের টাকা না পেয়ে শিশু কন্যাকে হত্যা: আটক -২

প্রকাশিত হয়েছে-

গাবতলি (বগুড়া),

গাবতলিতে মুক্তিপণের টাকা না পেয়ে ৪ বছরের শিশু কন্যাকে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত ২ কিশোরকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে নেপালতলী ইউনিয়নের লাঠিমারঘোন গ্রামে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ওই গ্রামের সাহীন প্রামানিকের শিশু কন্যা সানজিদা (৪) খেলা অবস্থায় বাড়ীর উঠান থেকে নিখোঁজ হয়। তারপর থেকে তার বাবা ও মা শিশু কন্যা সানজিদা খাতুন কে খুঁজতে থাকে। একপর্যায়ে অজ্ঞাত স্থান থেকে মোবাইলে সানজিদার বাবার কাছে ফোন আসে এবং ৩ লাখ টাকার মুক্তিপণের দাবী করে।

টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। সে এত টাকা দিতে অশ্বীকার করে পরবর্তীতে আবার ৫০ হাজার টাকার মুক্তিপণ দাবী করা হয়। উল্লেখিত টাকা দিতে শ্বিকার করে এবং কোথায় দিতে হবে।

এ সময় অপহরণকারীরা স্থানীয় একটি ব্রীজের নিচে রেখে যেতে বলেন। তাদের কথা মতে সন্ধ্যা ৭টার দিকে উক্ত টাকা ব্রীজের নিচে রেখে যান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে তদন্ত ওসি জামিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কৌশল অবলম্বন করে অপেক্ষা করতে থাকে। এসময় অপহরণকারীরা টাকা নিতে গেলে জনতার সহযোগিতায় তাদের ঘিরে ফেলে এবং রিয়াদ (১৫) নামের এক কিশোরকে আটক করে।

আটক কৃত রিয়াদের স্বীকারোক্তি মোতাবেক অপহরণকারীর আরেক সদস্য শুভর বাড়ি থেকে বস্তাবন্দী ও হাতা, পা বাধা এবং মুখে টেপ মারা অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার করে। আটক কৃতরা হলো উল্লেখিত গ্রামের সাজুর প্রাং এর পুত্র শুভ (১৪) ও উজ্জ্বর প্রাং এর পুত্র রিয়াদ (১৫)।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

অপরদিকে গত বুধবার গাবতলী উপজেলার পৌর এলাকার জয়ভোগা গ্রামে ৪ বছরের শিশু কন্যা গণ ধর্ষনের শিকারের অভিযোগ পাওয়া গেছে।

রাকিব মাহমুদ ডাবলু

উপজেলা প্রতিনিধি
গাবতলী, বগুড়া
১৮/১১/২০২১ ইং