রাকিব মাহমুদ ডাবলুঃ- স্টাফ রিপোর্টার,
১৭ মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে গাবতলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি, সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হুমাহুন আলম চান্দু সহ দলীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এরপর পরিষদ চত্ত¡রে কেক কর্তন শেষে সকাল ১১টায় শিশু সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেলে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এদিকে ১৭ই মার্চ গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। এ মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে তুলে ধরবেন সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান।
এছাড়াও উপজেলা আ’লীগ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করেছে।